T-Shirt Printing Business Idea
যারা ব্যবসা শুরু করার পরিকল্পনায় রয়েছেন তাদের জন্য একটি ভালো বিকল্প হল টি শার্ট প্রিন্টিং-এর ব্যবসা৷ যার মাধ্যমে মাসের শেষে অনায়াসেই মোটা অঙ্কের টাকা নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করতে পারবেন ৷ T-Shirt Printing Business Idea দিয়ে, আপনি যদি ছোট ব্যবসা শুরু করতে চাইছেন তাহলে এই ব্যবসা আপনার জন্য একেবারে আদর্শ ৷ বাজার থেকে অনলাইনে, সর্বত্র এই প্রিন্টেড টি-শার্টের বিপুল চাহিদা ৷ এছাড়া এই ব্যবসা করার জন্য আপনার যেমন বেশি পুঁজির প্রয়োজন হবে না, তেমনি নিজের বাড়িতে বসেই এই কাজ শুরু করে দিতে পারবেন ৷
টি-শার্ট প্রিন্টিং-এ পুঁজি
(Cost in T-shirt printing business)
যদি আপনি এই ব্যবসা আপনার বাড়িতে বসেই শুরু করতে চান তাহলে প্রায় ৫০-৭০ হাজার টাকার মধ্যে সহজেই এটি শুরু করে দিতে পারবেন৷ এতে প্রতি মাসে আপনার ৩০-৪০ হাজার টাকার লাভ হতে পারে৷ এ প্রসঙ্গে উল্লেখ্য, কাপড়ের ওপর প্রিন্ট করার মেশিন ৫০ হাজারের মধ্যেই হয়ে যায়৷ যদি আপনি ব্যবসা একটু বড় আকারে করতে চাইছেন তাহলে এতে প্রায় ২ লক্ষ টাকা থেকে ৫-৬ লক্ষ টাকা পুঁজি বিনিয়োগ করতে হতে পারে ৷
টি-শার্ট প্রিন্টিংয়ে কোন কোন সামগ্রী প্রয়োজন হয়
(Items needed for T-shirt printing business)?
এই ব্যবসা শুরুর আগে আপনার যা যা প্রয়োজন তা হল, প্রিন্টার, হিট প্রেস, কম্পিউটার, কাগজ, টি-শার্ট প্রভৃতি ৷
কী করে তৈরি করবেন
(How to make a T-Shirt)?
সবথেকে কম এক মিনিটের মধ্যে আপনি একটি টি-শার্ট প্রিন্ট করতে পারবেন ৷ এর জন্য প্রথমে প্রিন্টারে সাব্লিমিশন পেপারে ডিজাইন প্রিন্ট বের করে নিতেহবে, যা রাবার ইঙ্ক দিয়ে তৈরি করা হয়৷ এর পর টি-শার্ট প্রিন্টারে টেফলন শীট রাখতে হয় ৷ এর ওপর টি-শার্ট রাখা হয়? এভাবে প্রায় ১ মিনিট পরে প্রেস-কে সরিয়ে দিতে হয় এবং টি-শার্টে প্রিন্ট সম্পূর্ণ হয়ে যায় ৷
মার্কেটিং
(Marketing of T-shirt printing business)
বড় আকারে এই ব্যবসা করতে চাইলে অনলাইন মার্কেটিং-এর সাহায্য নিতে হবে আপনাকে ৷ এর জন্য বিশেষ ব্যয় হয় না ৷ তবে এর জন্য আপনাকে একটি ব্র্যান্ড তৈরি করতে হবে ৷ সেই সঙ্গে ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে টি-শার্ট বিক্রি করতে সুবিধা হবে ৷
নিঃসন্দেহে টি-শার্ট প্রিন্টিং এখন খুবই জনপ্রিয় একটা ব্যপার। ফলে প্রচুর মানুষ এই ব্যবসাটা করছে ।
Add a Comment